Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় ধর্ষণ মামলায় বিপ্লব দাসের যাবজ্জীবন কারাদন্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় বিপ্লব দাসকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমানের আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত হলো, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কারিগরপাড়ার মৃত মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস।

গত ২০১৯ সালের ০৫ মে ভিকটিম বৈশাখী রানীকে পালক পিতা বিপ্লব দাস সুযোগ বুঝে কু-প্রস্তাব দেয়। ভিকটিম বৈশাখী রানীর স্বামী বাড়ীতে না থাকার সুযোগে পালক পিতা বিপ্লব দাস তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানা জানি হওয়ার পর শৈলকূপা এলাকার স্থানীয় লোকজন আসামীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

পরে পুলিশ বাদী হয়ে আসামীর নামে মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আজ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। রায় ঘোষনার পর আসামীকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Exit mobile version