স্কুল ব্যাগে ফেনসিডিল, মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিন

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘিতে ২৪০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শাহাজানপুর উপজেলার চুপিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি আহম্মেদ (২১), একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে নাইম (১৯) ও তজমাল হোসেনের ছেলে আল আমিন (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলযোগে স্কুল ব্যাগ ভর্তি করে ফেনসিডিল বহন করে বগুড়ার দিকে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে টহল পুলিশ মহাসড়কের বড় আখিড়া চারমাথা নামক স্থানে তাদের মোটরসাইকেল থামিয়ে বহন করা স্কুল ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে সাজিয়ে রাখা ২৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাদের ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *