২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের দুই মঞ্চে বসছে দুই বাংলার মানুষের মিলনমেলা

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে দুই বাংলার মানুষের মিলনমেলায় মাতাতে আসছেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে দুই বাংলার মানুষের মিলনমেলায় মাতাতে আসছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের  দুই মঞ্চে বসছে দুই বাংলার মানুষের মিলনমেলা।
এবারে আয়োজন করছে দুই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। সকালে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুরু হবে দিন ব্যাপি অনুষ্ঠান।
“২১ ফেব্রুয়ারি আমার আলো আমার চোখ” এ শ্লোগানকে সামনে রেখে দিন ব্যাপি থাকছে ভাষা শহীদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা বিনিময়, দুই বাংলার বিশিষ্টজনদের মধ্যে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা, অতিথি আপ্যায়ন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে থাকবেন যশোর ৮৫-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন, যশোরের জেলা প্রসাশক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন সহ প্রমুখ।
ভারতের পক্ষে প্রধান হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বনগাঁ পৌর মেয়র শংকর আঢ্য সহ প্রমুখ।
এছাড়াও দুই বাংলার কবি, সাহিত্যিক ও সঙ্গীতশিল্পীরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *