মিরপুুুরে জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুুুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখার সুযোগ নেই। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরাও আমাদের সন্তান। তাদেরকে সুন্দর পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে তাহলে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। তাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না। কারণ তারাও আমার আপনার আত্মীয়-স্বজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, আলামিন মাহমুদ, লাল্টু আল মামুন, আব্দুর রহমান, জেসমিনা বুলবুল, আব্দুল হান্নান, আফসানা বুলবুলসহ অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *