কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির দায়ে এবং নকল বিস্কুট তৈরি ও প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জান নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন । এ সময় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির দায়ে মা জননী স্টোরের মালিক দেলোয়ার হোসেন কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অপর অভিযুক্ত প্রতিষ্ঠান গ্রীন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক বাবলু প্রামানিককে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ বিক্রি এবং ভেজাল পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় দায়ে এই জরিমানা আরোপ আদায় করা হয় । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান । বাজার অভিযানে অন্যান্যের মধ্যে সেনেটারী ইন্সপেক্টর, বাজার কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.