অনলাইন ডেস্ক : দেশের অধিকাংশ এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। শুক্রবার আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান জানান। তিনি বলেন, চলতি মাসের ২৪ তারিখ (সোমবার) থেকে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। খবর-বাসস’র।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।