দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় সংসদ সদস্য প্রভাত ফেরীতে অংশ নেন। এটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। এদিকে, একুশের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।