স্যামসাং করোনা রোগী পাওয়ায় কারখানা বন্ধ করল

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রসিদ্ধ মোবাইল ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল ডিভাইস ফ্যাক্টরিতে কর্মরত একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাই শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ফ্যাক্টরিটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, চলতি মাসের ২৫ তারখি পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। সংক্রামিত কর্মচারীর সংস্পর্শে আসা সহকর্মীদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের সম্ভাব্য সংক্রমণের জন্য পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ে দায়েগু শহরের এক চার্চ থেকে। আর এই শহরটির পাশেই গুমি। গুমি শহরের ফ্যাক্টরিটিতে সবচেয়ে বেশি স্যামসাং স্মার্টফোন তৈরি হয়। প্রতিষ্ঠানটি বলছে, এই ঘটনা মোবাইল ডিভাইস ফ্যাক্টরিগুলোর উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না।

এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একদিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *