Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কাশ্মীর ফের উত্তপ্ত, রাতভর সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে পড়ছে কাশ্মীর পরিস্থিতি।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করছে ভারতের প্রশাসন।

ভারতীয় প্রশাসন সূত্র বলছে, শুক্রবার রাতে ওই এনকাউন্টার হয়েছে। ওই সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর কেউ হতাহত হননি।

প্রশাসনের দাবি, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকার সংগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পায় নিরাপত্তাবাহিনী। চারদিক ঘিরে ফেলে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়।

সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। বাহিনীর গুলিতে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মৃত দুই সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈয়বার সদস্য। তাদের কাছ থেকে একটি একে-৪৭ সহ আরও একটি পিস্তল ও বেশ কিছুটা কার্তুজ পাওয়া গেছে। আরও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Exit mobile version