কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে ‘ঐতিহ্যবাহী ১৭ হাত উচ্চতা বিশিষ্ট শ্রী শ্রী কালী মায়ের পূজা’

সজীব কুমার নন্দী : প্রতিবারের ন্যায় এবারও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট শ্রীশ্রী কালী মায়ের পূজার আয়োজন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ১৭ হাত উচ্চতা বিশিষ্ট শ্রীশ্রী কালী মায়ের এ পূজা। কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় মায়ের মন্দির প্রাঙ্গনে আজ শনিবার মধ্যরাতে এ পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ৫ দিন ব্যাপী মেলা চলবে। ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী এ আয়োজনের সমাপনী ঘটবে। এতে মায়ের কাছে বহু দূর-দূরান্ত থেকে শতশত ভক্তবৃন্দ এসে পূজা দিয়ে থাকে। ঐতিহ্যবাহী এ পূজায় সকল ভত্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। এর আগে গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ শুক্রবার শ্রীশ্রী শিব রাত্রি ব্রত পূজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *