অনলাইন ডেস্ক : ব্যাংক ঋণের ওপর সুদের হার এক অংকে নামিয়ে আনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
আবেদনে সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ এবং গ্রাহকের জমা করা অর্থের ওপর মুনাফা বাড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল সোমবার এ রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-কে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সুদের হার কমিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংবিধানের ৭, ১১, ১৩, ১৫, ১৬, ১৯, ২১, ৮০-৯২ নম্বর অনুচ্ছেদ পরিপন্থী। সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৪০ ও ৪২ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার পরিপন্থী। এছাড়া আইনে সরকারকে সুদের হার কমানোর ক্ষমতা দেওয়া হয়নি।
রিট আবেদনে বলা হয়েছে, সুদের হার কমানো হলে ব্যাংকে আমানত রাখা কমে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দেশের অর্থনীতি।