‘ইতালির কডোঙ্গো এখন ভুতুড়ে শহর’

অনলাইন ডেস্ক : চীনের হুবেই প্রদেশের মতোই ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ইতালির কডোঙ্গো শহর। রাস্তাঘাটে কোনো যানবাহন নেই। ফুটপাতে নেই কোনো পথচারীর হাঁটার শব্দ। দোকানপাটও সব বন্ধ। চারদিকে পিনপতন নীরবতা। হঠাৎ করেই সেখানে করোনা ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কডোঙ্গো উত্তর ইতালির লোদিপ্রদেশের একটি ছোট্ট শহর। সেখানে সম্প্রতি শহরটিতে করোনাভাইরাসে সংক্রমিত দুই রোগীর মৃত্যু হয়। এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৫০ জনের বেশি।

করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে আতঙ্কে গেছে শহরটি নিশ্চুপ হয়ে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যাচ্ছে না। বের হয়েও লাভ নেই কোনো।

কারণ করোনাভাইরাস বিস্তার ঠেকাতে শহরের স্কুল-কলেজ, দোকানপাট, শপিংমলের অধিকাংশই বন্ধ রয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে পাওলা নামের এক বাসিন্দা বলেন, কডোঙ্গো এখন একটা ভুতুড়ে শহর। করোনাভাইরাস আমাদের জন্য ভয়ঙ্কর এক অবস্থা তৈরি করেছে। মানুষজন তাদের ঘরে ঘরে বন্দি, কোনো মানুষ রাস্তায় নেই। এমনটি বেশি দিন চললে করোনায় নয়, না খেয়েই মরতে হবে আমাদের।

তিনি বলেন, স্টেশন বন্ধ রয়েছে। কেউ টিকিট বিক্রি করছে না। আর আমার মতো কোনো যাত্রীও ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে নেই। হেঁটেই বাড়ি যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *