Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সাংবাদিকদের সম্মান না করলেও মনে একটু ভালোবাসা রাখবেন

বাংলাদেশে প্রচলীত প্রবাদের মধ্যে সবার মুখে ,মুখে যে প্রবাদটি সব সময় শোনা যায় তা হলো,,সাংবাদিক না সাংঘাতিক , সাধারন মানুষ এই কথাটি বলতে খুব আনন্দ পাই, কিন্তু সাংবাদিক জাতির বিবেক,দেশের প্রতিচ্ছবি সাংবাদিক মানে আয়না ,সাংবাদিক মানে শিক্ষা ,সাংবাদিক মানে জানা ।সমাজের ৪র্থ স্তম্ব সাংবাদিকতা ।সন্ত্রাসী থেকে শুরু করে প্রশাসন,পর্যন্ত কৃষক থেকে শুরু করে বড় কোম্পানী , শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা , খুন থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত, নদী ভঙ্গন থেকে শুরু করে তাপদাহ পর্যন্ত সকলের পাশে এই সাংবাদিকরাই কলম নিয়ে ঝড় ,বৃষ্টি মাথায় করে দাড়িয়ে থাকে । অধিকার না আদায় হওয়া পর্যন্ত। তাই সাংবাদিকদের সম্মান না করলেও মনে একটু ভালোবাসা রাখবেন তাদের জন্য। দেশের পত্রিকার পক্ষ থেকে সকল সাংবাদিকদের সম্মান ও শ্রদ্ধা।

Exit mobile version