Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মা বানেরা খাতুন হত্যা মামলায় তার ছেলে জুয়েল রানাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী আসামী জুয়েল রানার উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত জুয়েল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের পুত্র।

কুষ্টিয়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অনুপ কুমার নন্দী জানান, ২০১৮, ইং সালের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদার বাড়ীতে না থাকার সময় পারিবারিক কলহের জেরে আসামী জুয়েল রানার সাথে মা বানেরা খাতুনের কথাকাটা কাটি শুরু হয়, এর এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্তহয়ে হাসুয়া এবং কোদাল দিয়ে কুপিয়ে তার মা বানেরা খাতুনকে হত্যা করে।

এই ঘটনায় জুয়েলের পিতা আজিজুল সরদার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জল হোসেন জুয়েল রানাকে অভিযুক্ত করে ২০১৯,ইং সালের ৩১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন।

Exit mobile version