কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মামুন হোসেন (২৬) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে বালিয়াডাঙঙ্গা বাজার থেকে আলমসাধু চালিয়ে কালীগঞ্জ শহরে ফিরছিল।
মামুন কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দিলে সে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন উপজেলার বলরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সম্পা মোদক জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মামুন মারা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।