খুলনায় চাল আত্মসাৎ মামলায় উপ খাদ্য পরিদর্শকের ৭ বছর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি : সরকারি গোডাউনের চাল আত্মসাতের অভিযোগে খুলনায় উপ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান পলাতক রয়েছেন। তিনি ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানিকৃত চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। এ ঘটনায় দুদকের মামলা করলে উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *