
নিজস্ব প্রতিবেদক : বিশ্বনন্দিত মরমী সাধক লালন সাইজির পূণ্যধাম ছেউড়িয়ার আকড়াবাড়ির প্রাণকেন্দ্রে আবস্থিত “ক্যাফে আড্ডা” ফুড জোন এ “মিডিয়াম্যানিয়া” ও “ক্যাফে আড্ডা” আয়োজন করেছে এক আকর্ষণীয় পিঠা উৎসব।শীতের পিঠার ভালোবাসার টানে উক্ত পিঠা উৎসবে আপনি সবান্ধবে আমন্ত্রিত। পিঠা ডিসপ্লে ও বিক্রির জন্য রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা পিঠা খাদক প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা ।
নিয়মাবলী: (পিঠা প্রদর্শনী প্রতিযোগিতা)-রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা ।
1. পিঠা প্রদর্শনী প্রতিযোগিতায় অবশ্যই সবাইকে বাসা থেকে নিজ দায়িত্ব নিয়ে নুন্যতম ৩ রকমের এবং সর্বোচ্চ ১০ রকমের পিঠা বানিয়ে আনতে হবে।
2. ফেসটিভালে প্রত্যেক তাদের পিঠা নিজ দামে বিক্রি করতে পারবে।
3. কোন ভাবেই কিনে আনা পিঠা দিয়ে প্রতিযোগিতায় আসা যাবেনা।
4. প্রত্যেক পিঠা প্রতিযোগীকে সব রকম পিঠা ৩পিচ করে কর্তৃপক্ষ এর কাছে জমা দিতে হবে মার্কিং এর জন্য ।
5. রেজিস্ট্রেশন ফি জমা না দিলে সে প্রতিযোগী বলে গণ্য হবেনা।
নিয়মাবলী : (পিঠাখোর প্রতিযোগিতা)-রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা ।
1. প্রত্যেক প্রতিযোগিকে 5-10 রকমের পিঠা দেয়া হবে,
২ মিনিট সময় দেয়া হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি পিঠা খেতে পারবে সে বিজয়ী হবে।
স্থান: ক্যাফে আড্ডা, কুষ্টিয়া (লালন শাহ মাজার গেটের সাথের বিল্ডিং, ২য় তলা) যোগাযোগ: 01740962323(বিস্তারিত) দর্শকদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত