অনলাইন ডেস্ক : যখন বাংলাদেশ নিজ দেশের নাগরইকদের চীনের উহান থেকে আনতে পারছিল না, তখন ভারত তাদের অন্যান্য নাগরিকদের সাথে ২৩ জন বাংলাদেশিকে নিজেদের বিমানে নিয়ে এসেছে। যখন দিল্লির ঘটনা নিয়ে বিশ্বজুড়ে বিদ্বেষ ক্রমশ দানা বাঁধছিল তখন ভারতের এমন উদ্যোগকে স্বাগতই জানালো বাংলাদেশিরা।
ইন্ডিয়ান হাইকমিশন তাদের ফেসবুক পেইজে লিখেছে, ২৩ জন বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে চীনের উহান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ২৭ ফেব্রুয়ারি ২০২০ দিল্লিতে পৌঁছেছে। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদেরও দিল্লিতে পৃথক করে রাখা হবে।