কুষ্টিয়ার দৌলতপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *