নিজস্ব অপারেটিং সিস্টেম বানাচ্ছে ওয়ালটন

অনলাইন ডেস্ক : টেলিভিশনের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে ওয়ালটন। ১ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানায় ‘আরওএস’ নামের অপারেটিং সিস্টেমটি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

এ বিষয়ে ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী মোস্তাফা নাহিদ হোসেন জানান, দেশের মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ‘আরওএস’ তৈরি করা হয়েছে। অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে টেলিভিশনে দ্রুত কমান্ড দেওয়ার পাশাপাশি উন্নতমানে ছবি ও শব্দ পাওয়া যাবে। ওয়ালটনের এলইডি টেলিভিশন ও স্মার্ট টেলিভিশনে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *