Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গুগল গোপনে অবস্থান শনাক্তকারী অ্যাপগুলো নজরদারিতে রাখবে

অনলাইন ডেস্ক : প্লে-স্টোরে থাকা অনেক অ্যাপ গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে থাকে। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। আর তাই এবার সেগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের আওতায় অবস্থানের তথ্য সংগ্রহের অভিযোগ উঠা অ্যাপগুলোকে নতুন রিভিও প্রসেসের মাধ্যমে পর্যালোচনা করা হবে। এ জন্য অ্যাপ নির্মাতাদের সতর্কবার্তাও পাঠিয়েছে গুগল।

উল্লেখ্য, বিভিন্ন সেবা দিতে ব্যবহারকারীদের অনুমতি নিয়েই অবস্থানের তথ্য সংগ্রহ করে বিভিন্ন অ্যাপ। কিন্তু বন্ধ থাকা অবস্থায়ও গোপনে অবস্থানের তথ্য সংগ্রহ করতে থাকে অনেক অ্যাপ। ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা নষ্ট হয়।সূত্র:ইন্টারনেট

Exit mobile version