ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় ভেড়ামারা ডায়াবেটিক সমিতি র্যালি, আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তরুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ভেড়ামারা ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আক্তরুজ্জামান মিঠু, ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এবং সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে সমিতির অফিস সহকারী সামসুল আলমকে বিদায় সম্মাননা জানানো হয়। এছাড়ও ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।