মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে স্বপ্ন সামাজিক সংগঠনের উদ্যোগে গনিত উৎসব শুরু হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও গণিত অলিম্পিয়াড জাতীয় কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। গণিত উৎসবে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গতকাল শনিবার সকাল ১১ টায় ডা. শহীদ শামসুজোহা নগর উদ্যানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণিত উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতোউল গণি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলআমিন হোসেন প্রমুখ।
এর আগে শত শত শিক্ষার্থি তাদের স্বপ্নের কথা লিখে অতিথিদের নিয়ে নানা রঙ’র শত শত বেলুন আকাশে উড়ায়। গণিত উৎসব শেষে বিকাল থেকে দেশ বরণ্য শিল্পীদের সমন্বয়ে শুরুর হয় সাংস্কৃতি অনুষ্ঠান। গণিত উৎসবে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।