করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৪

অনলাইন ডেস্ক : চীন সীমান্ত পেরিয়ে ক্রমশই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। অন্ততটি ৫৭টি দেশ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি। সেখানে নতুন করে ৫৯৪ জনের শরীরে ভাইরাস মিলেছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭।

এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত শুক্রবার দেশটিতে করোনাআক্রান্ত ৪৭ জন মারা গেছেন। এর মধ্যে দুটি বাদে সবগুলোই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৩৫ জন।
চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন, এর মধ্যে প্রায় সবই হুবেইয়ে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *