‘পরিস্থিতির অবনতি ঘটায় করোনার হুমকি মাত্রা বাড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবকে সর্বোচ্চ সম্ভাব্য হুমকি হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার হুমকির মাত্রা বাড়িয়েছে এই সংস্থাটি।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রস আদান জেব্রেইয়াস ঘোষণা দিয়েছেন।

এক টুইটারবার্তায় তিনি এই ঘোষণা দেন।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক বলেছেন, আজ আমার ব্রিফিংয়ে আমি গণমাধ্যমকে বলেছি যে, বিশ্বব্যাপী এখন সিওভিআইডি ১৯ (করোনাভাইরাস) -এর সংক্রমণ এবং ‘এক্সপোজার’ ঝুঁকি বেড়েছে। এ বিষয়ে আমাদের মূল্যায়নকে একটি উচ্চ পর্যায়ে বৃদ্ধি করেছি।

তিনি টুইটারবার্তায় বলেন, করোনাভাইরাস সম্পর্কে সাম্প্রতিক গবেষণার উপর ভিত্তি করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

ডাব্লুএইচও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চীনে করোনাভাইরাসে নতুন করে ৩২৯ আক্রান্ত হয়েছে, যা এই মাসের সর্বনিম্ন হার।

সংস্থাটি বলছে, চীনে ২৭৯১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৭৮,৯৫৯ জনের দেহে সংক্রমণ ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের বাইরে বর্তমানে ৪৯ টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। দেশগুলোতে ৪,৩৩১ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৭ জন।সূত্র : ১১২ ইউএ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *