‘বিল গেটসের যেসব উপায়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকেবেলার পথ দেখিয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। এ বিষয়ে সময় নষ্ট না করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজর ৯শ মানুষের এবং আক্রান্ত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ। বিল গেটস বলেছেন গেলো এক সপ্তাহে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ সমস্যা সমাধাণে বিশ্ব নেতাদের দুইটি দায়িত্ব পালন করা উচিত, একটি হলো সমসাময়িক সমস্যাকে সমাধাণ করা, আরেকটি হলো এর পুনরাবৃত্তি যেনো না হয় তা দূর করা। এসময় প্রাণ বাচাঁতে সকলের এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।
বিল গেটস কয়েকটি পদ্ধতির কথা বলেছেন যার মাধ্যমে ভাইরাসের সংক্রামণ কমানো সম্ভব।
> উন্নত দেশগুলোর উচিত আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী পাঠানো, যারা ভাইরাস নিরীক্ষা করে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।

> রোগ পর্যবেক্ষণের জন্য একটি আন্তজার্তিক ডাটাবেস তৈরী করা, যেখানে দেশগুলো তথ্য আদান প্রদান করতে পারবে।

> ভ্যাকসিনের নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরী করা।

> এমন একটি পদ্ধতির উন্নয়ন করা যার মাধ্যমে নিরাপদভাবে ভ্যাকসিন ব্যবহার করা যায়।

> রোগ নজরদারি করার জন্য বিনিয়োগ করা।

> প্রযুক্তিগত সমাধান ছাড়াও ভ্যাকসিনের জন্য বাজেট বাড়ানো উচিত।

> ভ্যাকসিন যেনো সহজলভ্য হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *