অনলাইন ডেস্ক : ভারতে কেরালার পর এ বার কি মুম্বাইতে থাবা বসাল করোনাভাইরাস? সেখানকার বিমানবন্দরে একজনের শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হচ্ছে।
চীনের মারণ ভাইরাসে আক্রান্ত কি না তা যাচাই করার জন্য ১৮ জানুয়ারির পর থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৯,৬৫৪ জন যাত্রীকে স্ক্রিন করা হয়েছে। রবিবার স্ক্রিন করা এক যাত্রী করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এর আগে, করোনা সন্দেহে কোয়ারেনটাইনে রাখার পর মহারাষ্ট্রের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ১০৫ জনকে। শুধু চারজনকে পর্যবেক্ষণে রেখে দেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালে দুজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে, আর পুনে ও নাসিকের দুটি হাসপাতালে রয়েছেন বাকি দু জন।সূত্র:এই সময়