বিনোদন ডেস্ক : চার বছর পর পর আসে ২৯ ফেব্রুয়ারি। লিপ ইয়ারের এ দিনটিতে মিরপুর ডিওএইচএসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন। দুপুরে অনেকটা ঘরোয়া আয়োজনে কাছের কয়েকজন মানুষ নিয়ে সেরেছেন এই বিয়ে। ২৭ ফেব্রুয়ারি হয় তাঁদের মেহেদি উৎসব। সেখানে হাজির ছিলেন শোবিজের সাফা কবির, সস্ত্রীক সিয়াম ও টয়া-শাওনের বন্ধুরা।
২০১৯ সালের শেষের দিকে ভারতে অভিনেতা অনুপম খেরের ‘অনুপম খেরস অ্যাক্টর প্রিপেয়ারস’-এ প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন দুজন। সেখানেই প্রেমের সূত্রপাত। জানুয়ারিতে শাওনের জন্মদিনে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়ে শাওনকে চমকে দেন টয়া। প্রস্তাবটি গ্রহণও করেন শাওন। টয়া বলেন, ‘আমাদের পরিচয় পাঁচ বছরের। ভালো বন্ধু ছিলাম আমরা, কখনো মনে হয়নি প্রেম করব। গত বছর ভারতে গিয়ে দুজনের প্রতি নির্ভরশীলতা অনুভব করি। এরপর জানুয়ারিতে শাওনের জন্মদিনে সিদ্ধান্ত নিই বিয়ে করার।’
আপাতত হানিমুনে যাচ্ছেন না নবদম্পতি। এখনই একসঙ্গে থাকবেন না বলেও জানান টয়া। ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার পর দুজন এক ছাদের নিচে বসবাস করবেন।
২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়েন টয়া। অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। পরিচালক মাবরুর রশীদ বান্নাহর হাত ধরে অভিনয়ে আসেন শাওন। পরে অন্যদের নাটকও করেছেন। জানুয়ারিতে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’।