বিশ্বের সব দেশেই হানা দেবে করোনাভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রতিটি জাতির ওপরই হানা দিতে পারে করোনাভাইরাস। আর শিগগিরই এই ভাইরাস থামছে না। আরো বহুদিন এটি বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনাভাইরাস। এটি আরো বড় আকার ধারণ করছে। এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাইরাস।

ইউরোপে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেডরোস অ্যাঢানোম বলেন, ‘এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে। আমরা আসলে খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছি। যে অবস্থায় এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে।’

করোনাভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।সূত্র:ডেইলিমেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *