Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ

অনলাইন ডেস্ক : সারা দেশের মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন, নারী ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন। হিজড়া ভোটার ৩৬০ জন। এর মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০।

গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তথ্য জানান।

এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

Exit mobile version