
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের বিভিন্নস্থানে গতকাল মঙ্গলবার সকালে বৃষ্টির সাথে প্রচুর পরিমাণে শিলা পড়েছে। এতে ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, খোয়াজপুর ও শিবচর উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল, সন্যাসীরচর, শিবচর সদর, বহেরাতলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে শিলা পড়তে থাকে। কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা আবার ফসলের ক্ষেত শিলা পড়ে সাদা হয়ে যায়।
এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে রবিশস্যের ক্ষেত ক্ষতিগ্রস্তদ হয়েছে বলে কৃষকদের দাবি। এ ছাড়াও আম ও লিচুর মুকুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলাবৃষ্টিতে।
পাঁচখোলা এলাকার কৃষক রাজ্জাক তায়ানী জানান, ভোরে বৃষ্টির সাথে প্রচুর পরিমাণ শিলা পড়তে থাকে। বাড়ির উঠান ভরে যায় শিলায়। ঘাসের ওপর সাদা তুষারের মতো মনে হয়। এতে সরিষা ও পেঁয়াজসহ কিছু ফসলের ক্ষতি হবে।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি এস এম গফুর জানান, শিলাবৃষ্টিতে কিছু কিছু ফসলের ক্ষতি হতে পারে। তবে যেসব ফসলের এই মুহূর্তে পানি দরকার সেসব ফসলের উপকারও হবে।