বেনাপোলে সেনাবাহিনীকে ১০ টি ডগস্কোয়ার্ড দিল ভারতীয় সেনাবাহিনী

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ১০টি ডগ স্কোয়ার্ড(প্রশিক্ষন প্রাপ্ত কুকুর) উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

গতকাল বুধবার (০৪ মার্চ) দুপর সাড়ে ১২ টার সময় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর,কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্পে এসে কুকুরগুলো হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের  সুবেদার আব্দুল ওয়াহাব বার্তাটোয়েন্টিফেরকে জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ডগস্কট হস্তান্তর করা হয়। এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৭ ডিসেম্বরও ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলেন  ভারতীয় সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *