Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘কুয়েতে যেতে যে ১০ দেশের প্রয়োজন মেডিক্যাল সার্টিফিকেট’

অনলাইন ডেস্ক : বিশ্বের ১০ টি দেশ থেকে আগত পর্যটকদের কুয়েতে প্রবেশের আগে মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে বলে নির্দেশ দিয়েছেন কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলছে কুয়েত নিউজ এজেন্সি।
ফিলিপাইন, ভারত, বাংলাদেশ, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরষ্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া, লেবাননের ক্ষেত্রে এ নিয়ম জারি করা হয়েছে। তালিকাভুক্ত এ দেশগুলোকে কুয়েত অ্যাম্বেসিতে তাদের মেডিক্যাল রিপোর্টের কপি জমা দিতে হবে। তারপরেই তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবে। করোনার প্রার্দুভাব রোধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটি। চলতি মাসের ৮ তারিখ থেকেই এ নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে কুয়েতের নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকলেও বিমানবন্দরে স্থানীয় নাগরিকদেরও মেডিক্যাল টেস্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

Exit mobile version