Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসের আতঙ্কে দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : শিশুরা যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয়, সেজন্য সব প্রাথমিক স্কুলগুলোকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখছে দিল্লি সরকার। গতকাল বৃহস্পতিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া একথা জানিয়েছেন।

মনিশ শিশোদিয়া বলেন, দিল্লি সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, পৌরসভা পরিচালিত প্রাইমারি স্কুল এবং বেসরকারি প্রাইমারিসহ সব স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। মনিশ শিশোদিয়া টুইটারে লিখেছেন, শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিচ্ছে।

ভারতে এখন পর্যন্ত ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালিয় পর্যটক। বিশ্বজুড়ে ওই ভাইরাস তিন হাজার মানুষের প্রাণ নিয়েছে। অসুস্থ হয়েছেন ৯০ হাজার মানুষ।

Exit mobile version