অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু গবেষণা করলেই চলবে না, এই গবেষণার ফলাফলটা কী সেটা জানতে চাই। গবেষণার ফলাফল যে দেশের কাজে লাগছে, সেটাও নিশ্চিত হতে চাই। গবেষণার জন্য আমরা যে অর্থ ব্যয় করছি সেটার ফলাফল কি সেটাও দেখতে চাই যে আমরা কী পেলাম।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গবেষণায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আর এক্ষেত্রে আমি সব সময় মনে করি গবেষণা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো দেশের উন্নতির জন্য বিজ্ঞান ও গবেষণা একান্তভাবে অপরিহার্য। গবেষণা ছাড়া আসলে কোনো উন্নতি করা যায় না।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা গঠন করেছি ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’। এই ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি ও পিএইচডি-উত্তর অধ্যয়ন/গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে।