কুষ্টিয়া প্রতিনিধি : খুলনায় বিভাগীয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে খুলনা পাবলিক কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক বিভাগে ২য় এবং খ বিভাগের মেয়েরা ৩য় স্থান নির্বাচিত হয়েছে।
দেশব্যাপী সব শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম।
প্রতিটি জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ তিনটি গ্রুপ অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ১০ জন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।