Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস ১৭ গুণ দ্রুত হারে ছড়াচ্ছে

অনলাইন ডেস্ক : এশিয়া পেরিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। চীনের পরই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে ছিলো ইরান, তার পরেই ছিলো ইতালি। তবে এবার ইউরোপের ইতালিতে মৃত্যুর সংখ্যা ইরানের চেয়েও বেড়ে গেছে। সবমিলিয়ে গোটা বিশ্বে ক্রমাগত আতঙ্ক গ্রাস করছে করোনা ভাইরাস নিয়ে। এরই মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানালো আরো ভয়ানক তথ্য।

তারা জানিয়েছে, চীনের বাইরে করোনাভাইরাস ১৭ গুণ বেশি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। ফলে সতর্কতা অবশ্যই জরুরি।

এদিকে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ভারতে। একের পর আক্রমণের ঘটনায় মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লি, তেলাঙ্গানা, গাজিয়াবাদ,লখনউয়ের মতো জায়গায় এই ঘটনার জেরে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৩০ জন।

করোনা ভাইরাসের জেরে ইতালিতে মৃত্যু হয়েছে এপর্যন্ত ১৪৩ জনের। ইউরোপ জুড়ে এই ঘটনা নিয়ে আতঙ্ক দানা বেঁধেছে। ইরানে মারা গেছে ১২৪ জন।

Exit mobile version