Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এবার ভুটানেও করোনাভাইরাসের থাবা

অনলাইন ডেস্ক : এবারে ভুটানেও মিলল করোনাভাইরাস। ভারত থেকে ভুটানে যাওয়া এক ব্যক্তির দেহে করোনা পাওয়া গেছে। পাশাপাশি আক্রান্ত সন্দেহে দুই জার্মান পর্যটকসহ মোট ছ’জনকে থিম্পু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সংক্রমণের সন্দেহে স্ক্রিনিং চলছে অন্তত ৯০ জনের। আর একের পর এক এই ঘটনায় দেশে পর্যটকদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ভুটান সরকার।

গত ২ মার্চ ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি ভারত থেকে ভুটানে গিয়েছিলেন। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত ৫ মার্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। তখনই তার শরীরে সিওভিডি-১৯ পাওয়া যায়। ওয়াশিংটন থেকে ভারত হয়ে ভুটানে গিয়েছিলেন তিনি। ভারতে ছিলেন ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই রোগীকে।

এদিকে, সংক্রমণ ঠেকাতে কোমর বেঁধে নেমেছে ভুটান সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থিম্পুর কয়েকটি স্কুল আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের জন্য ভারত থেকে ভুটানে যাওয়া আটজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Exit mobile version