করোনাভাইরাস মোবাইলে সক্রিয় থাকতে পারে ৪ দিন

অনলাইন ডেস্ক : সারাবিশ্বে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। যার জেরে দুশ্চিন্তায় ঘুম উড়েছে চীনসহ বিশ্বের অন্তত ৬০টি দেশের। এমন পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম একটি ভিডিও’র মাধ্যমে জানিয়েছে ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) যে ভিডিয়ো শেয়ার করেছে তাতে প্রথমেই জানান হয়েছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে আপনার ফোনে তা চার দিন পর্যন্ত থেকে যাবে। তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনাভাইরাস বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে আপনার হাত পরিস্কার করতেও ভুলবেন না যেন।
আরেকটি ভিডিওতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) জানিয়েছে, কাঁচে সার্স ভাইরাস সক্রিয় থাকতে পারে ৯৬ দিন। করোনা ভাইরাস সার্সের মতই। কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে। হাইড্রোজেন পার অক্সাইড, ইথানল ও সোডিয়াম হাইপোক্লোরাইটের সংস্পর্শে এলে এক মিনিট পর্যন্ত এই ভাইরাসের সক্রিয়তা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *