ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের আতঙ্ক : হাসপাতালে ভর্তি ১, নজরদারিতে ১১৩৬

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মারাত্বক প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে কলকাতায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কড়া নজরদারিতে ১ হাজার ১শ ৩৬ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০।
বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের আতঙ্ক। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য প্রশাসন। এরই মধ্যে সব জেলা প্রশাসন ও হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরের দেশ থেকে এ রাজ্যে আগত সব যাত্রীদের বিমানবন্দরে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ১,২৫২ জনকে নজরদারিতে রাখা হয়েছিল। তার মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে নজরদারিতে রয়েছেন ১,১৩৬ জন। এরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে করোনা নিয়ে শুক্রবার আবার বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আর এরই মধ্যে করোনা আতঙ্কে এরই মধ্যে সব সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *