Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস মোকাবিলায় ৫২টি পরীক্ষাগার চালু করেছে ভারত

অনলাইন ডেস্ক : ভারতে করোনা আক্রান্ত ৩১ জন খবর পাওয়া গেছে। করোনা আতঙ্ক গ্রাস করেছে কাশ্মীরকেও। তবে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রাথমিক সতর্কতা হিসেবে দিল্লিসহ বেশ কয়েকটি জেলায় সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে ভারতে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতে তারা করোনা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে করোনার নমুনা পরীক্ষা করা জন্য ৫২টি ল্যাবরেটরি চালু করেছে। আরো ৫৭টি ল্যাবরেটরি চালু রেখেছে নমুনা সংগ্রহে সাহায্য করার জন্য। রোগ নির্ণয় ও সনাক্তকরণে ক্ষমতা বাড়ানোর জন্যই এই উদ্দ্যোগ গ্রহণ করেছে।

ভারতের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, করোনা আক্রান্ত দেশগুলোতে ভ্রমণের ইতিহাসসহ লক্ষণ দেখে সন্দেহজনক ব্যক্তি থেকে নমুনা স্ক্রিন করার হার বাড়ছেই। তাই স্বাস্থ্য গবেষণা অধিদপ্তর বা আইসিএমআর ভারতে করোনা পরীক্ষার জন্য ৫২টি পরীক্ষাগার চালু করেছে।

Exit mobile version