Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত:

লিটন কুমার বিশ্বাস: শুক্রবার বেলা ১২টায় হিন্দু সম্প্রদায়ের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের এন.এস. রোডের শ্রীশ্রী গোপিনাথ জিউর মন্দিরে জাতীয় পতাকা ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন ও পালন করা হয়। প্রতি বছর দুর্গা পুজার পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার এস,এম,তানভীর আরাফাত বলেছেন, বাংলাদেশ হল সব ধর্মের মানুষের সম্প্রীতি ভূমি। আবহমান কাল ধরে এখানকার মানুষ জাত ,পাতের ঊর্ধ্বে ঊঠে এক সাথে বসবাস করে আসছে। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগরআলী বলেন,বর্তমান সরকার শেখ হাসিনার এ দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস স্থান নিশ্চিত করেছে। ধর্ম যারযার উৎসব সবার এই শ্লোগান আমাদের প্রধানমন্ত্রীর। আজ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা তাই সব ধর্মের মানুষের সম্মিলন ঘটে। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসব গুলোতে ও হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যোগ দেন। এতে প্রধান জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ নাথ সাহার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক আজগরআলী, কুষ্টিয়া জর্জকোর্টের পি,পি অ্যাডভোকেট অনুপকুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশীদ চৌধুরীসহ জেলাহিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর কুমার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।

Exit mobile version