
বিনোদন ডেস্ক : হোলি উৎসব শুরু হওয়ার আগেই পার্টি দিয়েছে আম্বানি পরিবার। আর তাতে রঙের খেলায় মেতেছে বলিউড তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের সাথে রঙের খেলায় মাততে দেখা গেছে ক্যাটরিনা কাইফকেও। ইনস্টাগ্রামে তার ছবি ও ভিডিও আপলোড করেছেন হলিউডের তারকা সঙ্গীতশিল্পী নিক জোনাস। জীবনের প্রথমবারের মতো হোলি উৎসবের অংশ নিয়েছেন নিক। তার উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতো। প্রথমবার রঙের খেলায় তিনি যে বেশ মজা পেয়েছেন ইনস্টাগ্রামে তা জানিয়েছেনও।