Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৩০৭০

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এতে মারা গেছে ৩ হাজার ৭০ জন ব্যক্তি যার বেশিরভাগই চীনে। কভিড-১৯ নামের এ ভাইরাসে চীনের বাইরে মারা গেছে ২৬৭ জন, এর মধ্যে বেশিরভাগ মৃত্যুই হয়েছে ইতালি ও ইরানে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম করোনাভাইরাসের এমন দ্রুতহারে ছড়িয়ে পড়াকে গভীর উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বিশ্বের সব দেশটি ভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর ৭৫টির বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়েছে।

Exit mobile version