”বাংলাদেশেও যেকোনো সময় করোনাভাইরাস সংক্রমণ হতে পারে”

অনলাইন ডেস্ক : জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশেও যেকোনো সময় করোনার সংক্রমণ হতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গতকাল শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মীরজাদী জানান, দেশে এক শ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে। কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত সাত জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তার বয়সও বেশি। তিনি পূর্ব থেকেই শ্বাসজনিত সমস্যায় ভুগতেন।

এই চিকিৎসক বলেন, করোনা আক্রান্ত হলেই যে হাসপাতালে ভর্তি হতে হবে, বিষয়টা এরকম না। তাকে আলাদা করে রাখতে হবে। চিকিৎসকের সহায়তায় তার চিকিৎসা বাড়িতেই সম্ভব।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এ ছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *