Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমলেও আগামী কয়েকদিনে সারা দেশের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য। এছাড়া এতে বলা হয়, ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রাজধানী ছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Exit mobile version