নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কে জানো, বাংলাদেশ কে চেনো এই শ্লোগান কে সামনের রেখে কুষ্টিয়ায় স্কুল ভিত্তিক রেডিও জট্টিল বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রেডিও জট্টিল এর আয়োজনে ছয় দিনব্যাপী উক্ত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় দিনব্যাপী
স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া
প্রেসক্লাব কেপিসির সভাপতি ও বিশিষ্ট লেখক মুক্তিযুদ্ধ গবেষক আলহাজ্ব
রাশেদুল ইসলাম বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু মানেই
বাংলাদেশ, বঙ্গবন্ধু কে আমাদের মাঝে সঠিক ভাবে ধারন করতে হবে, এদেশ রক্ষা
করতে হলে, বঙ্গবন্ধু কে রক্ষা করতে হবে। এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে
বঙ্গবন্ধুর বসবাস, তাই সেদিকে লক্ষ রেখে নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে
দিতে হবে বঙ্গবন্ধু কে, জানাতে হবে সঠিক ইতিহাস। এসময় তিনি আরো বলেন
বঙ্গবন্ধুর মধ্যে যে স্বপ্ন ছিলো, যে লক্ষ তার সবই বাস্তবায়ন এর আপ্রাণ
চেষ্টা করে যাচ্ছেন তারই কণ্যা জননেত্রী শেখ হাসিনা, সে জন্য তাকেও
সার্বিক সহযোগিতা করা আমার আপনার সকলের দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম বিপ্লব আরো বলেন বঙ্গবন্ধু কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে
দিতে রেডিও জট্টিলের এই উদ্দ্যেগ অত্যান্ত প্রশংসনীয়, এভাবে প্রতিটি
মানুষ যদি তার দায়িত্বের জায়গা থেকে এগিয়ে আসে তাহলে আমরা নতুন প্রজন্মের
মাঝে বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারবো।
রেডিও জট্টিলের আয়োজনে ছয় দিন ব্যাপী স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার
প্রথম দিনের আলোচনা সভায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর
রহমান এর সভাপতিত্বে ও রেডিও জট্টিলের প্রোগ্রামিং ডিরেক্টর এস এম সুমনের
উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা
পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুনিল কুমার চক্রবর্তী। রেডিও
জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা
সম্পাদক শেখ নাজমুল হোসেন ।
এসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ওপ্রত্যয় যুব সংঘের কার্যনির্বাহী সদস্য এস কে সজিব, দৈনিক পদ্মা গড়াইপত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান, আকিব শাহরিয়ার সৌরভ, তারুণ্য ৭১ এর সভাপতি মীর আতিক আহমেদ, প্রত্যয় যুব সংঘের আল আমিন পাপ্পু, শাহরিয়ার রাব্বি, তরিকুল ইসলাম, নিপু ইসলাম, সাজিদ ইসলাম, আরেফিন ইমরান, রোকন ইসলাম সহ শিক্ষক, সদস্য, ছাত্র ছাত্রী, ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা শাখার
সাধারণ সম্পাদক সুনিল কুমার চক্রবর্তী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্যই
আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার জন্যই এদেশে আমরা স্বাধীন ভাবে চলতে
পারি, কথা বলতে পারি, তার সম্পর্কে জানা আমাদের দায়িত্ব। রেডিও জট্টিল এর
সিইও আতিকুজ্জামান ছন্দ বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীর সব চেয়ে বড় সম্পদ,
আর এই সম্পদ সঠিক ভাবে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আমাদের এই চেষ্টা।
আগামীতে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু আরো ছড়িয়ে দিতে পারি সেই লক্ষ্য
নিয়ে আমরা এই স্কুল ভিত্তিক কার্যক্রম চালিয়ে যাবো।