কোরআনের অমূল্য উপদেশ মানবজাতির প্রতি

ইসলামী ডেস্ক : ঈমানের ঘোষণাই যথেষ্ট নয়

ইরশাদ হয়েছে, ‘মানুষ কি মনে করে ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদের পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে?’

(সুরা আনকাবুত, আয়াত : ২)

যুগে যুগে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে ইরশাদ হয়েছে, ‘আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যাবাদী।’

(সুরা আনকাবুত, আয়াত : ৩)

পাপীরা আল্লাহর আয়ত্তের বাইরে নয়

ইরশাদ হয়েছে, ‘তবে কি যারা মন্দ কাজ করে তারা মনে করে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কতই না মন্দ!’ (সুরা আনকাবুত, আয়াত : ৪)

ভালো কাজের চেষ্টা সুফল বয়ে আনে

ইরশাদ হয়েছে, ‘যে সাধনা (ভালো কাজের) করে সে তো নিজের জন্যই সাধনা করে। আল্লাহ বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী।’

(সুরা আনকাবুত, আয়াত : ৬)

মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করো

ইরশাদ হয়েছে, ‘আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে। তবে তারা যদি তোমার ওপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু করতে যা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের মানিও না। …’ (সুরা আনকাবুত, আয়াত : ৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *