Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুমিল্লায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় চার দোকানীকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি : অতিরিক্তি দামে মাস্ক বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় নির্দিষ্ট দামের বাইরে মাস্ক বিক্রি করায় চার দোকানীকে জরিমানা করা হয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার খবরে কুমিল্লায় মাস্কের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা।

গতকাল সোমবার বিকেলে নগরীর কান্দিরপাড় ও বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চার দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আছাদুল ইসলাম জানান, অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকারকে জানায় ভোক্তারা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version