যশোর জেলা প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভির্য আর উৎসবমুখর পরিবেশে যশোরে শ্রীশ্রী সরস্বতী দেবী পূজা উদযাপিত হয়েছে। রবিবার সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দিরসহ হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে এই পূজার আয়োজন করা হয়। বীণাপানি স্বরস্বতী দেবীকে শিক্ষা ও সংস্কৃতির প্রতীক হিসাবে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন। বাণী অর্চনার মাধ্যমে এই পূজা বহুকাল যাবত উদযাপিত হয়ে আসছে। আজ ১০-০২-১৯ সকাল ১০ টায় থেকে অর্চনা শুরু হয়। তারপর ধর্মীয় নিয়মনীতি শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
যশোর সরকারি এম এম কলেজে এ আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার। সভাপতিত্বে করেন আহবায়ক প্রফেসর শশঙ্ক মল্লিক।
সরকারি মহিলা কলেজে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড.এম. হাসান সরোওয়ার্দী। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর অমল কৃষ্ণ বিশ্ববাস, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ইকবাল আনোয়ার সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সরকারি সিটি কলেজে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.আনোয়ার হোসেন, বিসিএস অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় যুগ্ম-মহাসচিব সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে উদ্বোধন করেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গভার্ণিং বডির সদস্য আব্দুল মতলেব বাবু, আবু মুসা মধু, আহবায়ক সুপ্রিয়া ঘোষ প্রমুখ।
শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যন্ড কলেজে উদ্বোধন করেন অধ্যক্ষ লে.ক. মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কল্যাণ সরকার, আহবায়ক সুভ্র প্রকাশ হালদার প্রমুখ। এমএসটিপি গার্লস স্কুল এ্যান্ড কলেজে উদ্বোধন করেন অধ্যক্ষ খায়রুল আনাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জগদ্বীশ দাস, শিমুল মন্ডল প্রমুখ। সম্মিলিনী স্কুলে উদ্বোধন করেন প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার। এ সময় সব শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.